ঘরে বসে ক্রয় করুন, নিরাপদে বাসায় থাকুন।
বর্তমানে ডিজিটাল বিশ্বায়নের যুগে কারোই ঘরে বসে থাকার সুযোগ নেই। আর মানুষ একা একা চলা বা শুধু নিজের জন্য চিন্তা করে চলা মোটেও উচিত না। তাই আমাদের চিন্তা চেতনা ও বুদ্ধির বিকাশ কে কাজে লাগিয়ে দ্বীন ও মানুষের কল্যাণে নতুন কিছু সৃষ্টি করতে পারলে তবেই আমরা জাতি হিসেবে টিকে থাকতে পারবো। সুফল পাবে সমগ্র সৃষ্টি, বর্তমান সমাজ, জাতি এবং আগামী প্রজন্ম।
সংক্ষিপ্ত পরিচিতি :প্রতিষ্ঠানের নাম: এরাবিয়ান নূর বাঙালির দোকান
www.anoorbd.com
apps: anoorbd
প্রেসক্রিপশনের ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্যের
"""অনলাইন ও অফলাইন শপিং সেন্টার""'
সিও অফিস মোড়, পশ্চিম মেড্ডা, সদর ব্রাহ্মণবাড়িয়া।
০১৭১৮৯৪০২৫৬
*এরাবিয়ান নূর বাঙালি দোকান* www.anoorbd.com রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সকল প্রকার ঔষধ সহ শতভাগ হালাল এবং ভেজালমুক্ত নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প লাভে বিক্রয় ও সেবামূলক প্রতিষ্ঠান। যা কোভিড ১৯ এর সময় সমগ্র বিশ্ব যখন করোনার ভয়ে আতঙ্কিত তখন বিভিন্ন রকম সেবা দিয়ে নামহীন ভাবে যাত্রা শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক নং ওয়ার্ডে সি ও অফিস মোড় নামক স্থানে রাজিয়া ইসলাম মেডিকেল হলে এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত। তবে অচিরেই এখান থেকে অফিস স্থানান্তর করা হবে।
লক্ষ্য ও উদ্দেশ্য :
অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্থ মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামিক সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার সহ নানাবিধ কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনা করার প্রত্যয়ে ★এরাবিয়ান নূর বাঙালি দোকান★ www.anoorbd.com এর যাত্রা শুরু হয়। ★এরাবিয়ান নুর বাঙ্গালির দোকান★ www.anoorbd.com আল্লাহর মোহাব্বতে, রহমতের আশায়, আজাবের ভয়ে হালাল এবং বাস্তব সম্মত সার্বজনীন কল্যাণের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে।
★★পৃথিবীর সমস্ত মানুষেরই কোন না কোন স্বপ্ন আছে। তাই সবার মত আমারও স্বপ্ন আছে। আমিও কিছু স্বপ্ন লালন করে আসছি অনেক দিন যাবত। আমার স্বপ্নটা একটু ব্যতিক্রম। সবার সাথে আমারটা নাও মিলতে পারে। আবার কারো কারো মিলতেও পারে। সবার সাথে মিলোক অথবা না মিলোক, বাস্তবায়িত হউক না হউক, মানুষ স্বপ্ন দেখা বন্ধ করতে শোনা যায় না। আমার স্বপ্নের মূল বিষয়বস্তু হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়াকে ব্যবহার করে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে চিরস্থায়ী সুখ কামাই করা এবং উন্নত মানের মানসম্মত পণ্য সেবন ও বিক্রয়ের দ্বারা সমাজের দুর্বল মানুষ গুলোকে সুস্থ ও হালাল পথে অর্থনৈতিক ভাবে স্বচ্ছল করার ব্যবস্থা করা। আমি স্বপ্ন দেখি, বিভিন্ন প্ল্যান করি, বাস্তবায়িত করার চেষ্টাও করি। কিন্তু পদ্ধতিগুলা হারাম হওয়ার কারণে খোচট খায়,ব্যর্থ হয়, পরাজিত হয়, নিঃস্ব হয়, আবার শুরু করি। কারন কষ্টের পরে আছে স্বস্তি(আল কুরআন)। আর আল্লাহ কোন বান্দাকে ভালবাসলে, কোন বান্দার কল্যাণ চাইলে, তাকে হারাম পথে পরিচালিত করেন না। সামনে আলো দেখি, নেককার ওলামাগণের সহবতে থেকে, তাদের পরামর্শ নিয়ে, বিজ্ঞ মুফতি গনের ফতোয়া মোতাবেক আমি প্লান সাজাই এবং কাজ শুরু করি।
আমি এমন কোন স্বপ্ন দেখি না যে, হাজার কোটি টাকার মালিক হব। বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমার আট দশটি বাড়ি থাকবে, দশ-বারটা গাড়ি থাকবে। প্রচুর ধনসম্পত্তির মালিক হব। এমন স্বপ্ন দেখার লোক আমার এদেশে অভাব নেই। আপনাকে এই জাতীয় স্বপ্ন দেখানোর লোকেরও অভাব নেই। আমার স্বপ্ন সমগ্র উম্মাহ কে নিয়ে। আমি যে স্বপ্ন নিয়ে *এরাবিয়ান নূর বাঙালি দোকান* www.anoorbd.com প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়, তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে :-
★★১) বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগঞ্জ সহ সর্ব সর্বশ্রেণীর লোকের নিকট ভেজালমুক্ত, খাঁটি ও হালাল পণ্য তুলনামূলক কম মূল্যে সরবরাহ করা।
★★২) আল্লাহ যেন শেষ বিচারের দিন স্বীয় রহমত দ্বারা আমাদেরকে নবীগণ, শহীদগণ ও সিদ্দিক গানের সাথে রাখেন সে জন্য *এরাবিয়ান নূর বাঙালির দোকান* anoorbd এর প্লাটফর্ম ব্যবহার করে সকল উদ্যোক্তা গণকে নিয়ে সৎব্যবসার মাধ্যমে চেষ্টা করা।
★★৩) প্রিয় নবী (সা:) এর বাণী হতে জানা যায় ওই ব্যক্তি সৌভাগ্যবান, যার নিজের ভাল একটা বাসস্থান বা বাড়ী আছে, চলার জন্য ভাল একটা বাহন আছে, যার প্রতিবেশি ভাল। *এরাবিয়ান নূর বাঙালির দোকান*anoorbd এর মার্কেটিং প্ল্যান ও দিকনির্দেশনা মেনে উদ্যোক্তা হয়ে ব্যবসার বা পার্ট টাইম জবের মাধ্যমে পর্যায়ক্রমে উক্ত হাদিসের বাস্তবায়নের ব্যবস্থা করা।
★★৪) সকল ভোক্তাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং মহিলা উদ্যোক্তা গনকে পর্দায় থেকে ব্যবসা/যব করার সুযোগ করে অসহায় নারীদেরকে স্বাবলম্বী করে ঘরে তুলতে উপযুক্ত ব্যবস্থা করা।
★★৫) সুপরিকল্পিতভাবে কোম্পানির দিকনির্দেশনা মেনে স্বল্প পুঁজিতে হালাল ভাবে ব্যবসা করে অল্প দিনে খুব সহজে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় ও দেশ-বিদেশ ভ্রমণ করা যায়, এ বিষয়টা প্রমাণ করে সমাজের কিছু অলস ও নেগেটিভ লোকের ভুল ধারণার মুলুৎপাটন করা।
★★৬) বাংলাদেশের প্রতিটি জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় *এরাবিয়ান নূর বাঙালির দোকান* anoorbd এর উদ্যোক্তা প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষাধিক নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার সমস্যা সমাধানে সরকারের পাশে থাকা।
★★৭) বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে দুর্বল লোকগুলাকে তাদের কর্মের পাশাপাশি অর্থ রোজগারের আরও একটি সুযোগ সৃষ্টি করে দেওয়া।
আরো যা যা পরিকল্পনা : সাধারণ জ্ঞান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী, শরীয়তসম্মত খেলাধুলা, মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা:) মাহফিল, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, মাদ্রাসায় পড়েও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে সেই কার্যক্রম পরিচালনা, সার্বজনীন কম্পিউটার শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান বিকাশে শাখা ভিত্তিক লাইব্রেরী প্রতিষ্ঠা, ইসলামিক গবেষণাগার প্রতিষ্ঠা, মেধাবী ও তাকওয়াবান আলেম-ওলামাগণের মধ্যে বৃত্তি প্রদান, কলম যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য নিজস্ব প্রকাশনায় একটি জাতীয় ইসলামী পত্রিকা প্রকাশ, মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ অসহায় বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের পাশে দাড়ানো, দাওয়াতি কার্যক্রম আরো জোরদার করার ফিকির করা, অদূর ভবিষ্যতে একটি মেডিকেল মাদ্রাসা ও হাসপাতাল এবং একটি সুদ বিহীন ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
পণ্য তালিকা : www.anoorbd.com হতে আপনি পাচ্ছেন :
১। ইসলামী কিতাব ও নামিদামি রাইটারের লেখা বিভিন্ন রকম বই।
২। আপনার ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের সকল প্রকার ঔষধ, প্রেসার মাপার মেশিন,নেবুলাইজার মেশিন, ডায়াবেটিস মাপার মেশিন, ওজন মাপার মেশিন, হুইলচেয়ার ইত্যাদি।
৩। হলুদ মরিচ ধনে গুড়া ও নিত্য প্রয়োজনীয় খাঁটি মসলা।
৪। মিশ্রণ মুক্ত সরিষার তৈল ও কালোজিরা তৈল সহ বিভিন্ন প্রকার ভেজাল মুক্ত তৈল।
৫। জাফরান, জিনসেং, শিলাজিৎ, আলকুশি চূর্ণ, পিঙ্ক সল্ট, চীয়াসীড, ইসুবগুলের ভুষি, অর্জুন চূর্ণ, ত্রিফলা চূর্ণ, মেথি চূর্ণ, সজনে পাতার গুড়া(মরিঙা) ইত্যাদি সহ হারবাল, ইউনানী ও ভেষজ ফুড।
৬। বিভিন্ন ধরনের বাদাম ও খেজুর সহ দৈহিক শক্তি ধরে রাখার অর্গানিক ড্রাই ফুড।
৭। নিজেদের ব্র্যান্ডের ছাড়াও দশি-বিদেশি উন্নতমানের থ্রি পিস।
৮। এনূর বিডি ও আমাদের দেশের নামিদামি ব্রান্ডের লুঙ্গি।
৯। ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইত্যাদি পাঁচমিশালী আকর্ষণীয় পণ্য।